প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:54 PM আপডেট: Fri, May 9, 2025 1:15 PM
জার্মানিতে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ২৫
ইমরুল শাহেদ: অভিযোগ করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা রাইখ সিটিজেনদের অনুগামীরা ‘জার্মান পার্লামেন্টে জোর করে প্রবেশ করার’ প্রস্তুতি নিচ্ছিল। জার্মান ফেডারেল প্রসিকিউটরের দপ্তর থেকে বলা হয়েছে, পুলিশ দেশজুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। আল-জাজিরা
ফেডারেলের ১১টি রাজ্যের ১৩০টি এলাকায় বুধবার তিন হাজার পুলিশ সদস্য অভিযান চালায় এবং রাইখ সিটিজেন ম্যুভমেন্টের সঙ্গে যুক্ত সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটররা বলেছেন, ম্যুভমেন্টের সদস্যরা ‘একটি ছোট সশস্ত্র দল নিয়ে জার্মান পার্লামেন্টে সহিংসভাবে প্রবেশের জন্য দৃঢ় প্রস্তুতি নিয়েছিল’ বলে সন্দেহ করা হচ্ছে। তারা বলেন, গ্রেপ্তার হওয়ার মধ্যে ২২ জন জার্মান নাগরিক। সন্দেহ করা হচ্ছে তারা সন্ত্রাসী গ্রুপের সদস্য। তিনজন হলেন রাইখ সিটিজেন ম্যুভমেন্টের সমর্থক। এর মধ্যে একজন রুশ নাগরিকও রয়েছেন।
গ্রুপের কিছু সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সংবিধান প্রত্যাখ্যান করে এবং নির্বাচিত সরকারকে তাদের নিজস্ব সরকার প্রতিস্থাপন করার আহ্বান জানায়। তারা তাদের লক্ষ্য অর্জনের উপায় হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতাকে বাদ দেয় না। সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পিগেল জানিয়েছে, অভিযান চালানোর একটি স্থানে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালতে জার্মানির বিশেষ বাহিনী ইউনিট কেএসকে-এর ব্যারাক। অতীতে, কেএসকের কিছু সৈন্য দিয়ে কথিত উগ্র ডানপন্থীরা জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হয়েছে। কিন্তু ফেডারেল প্রসিকিউটররা ব্যারাকে তল্লাশি চালানোর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।
প্রসিকিউটারের দপ্তর থেকে বলা হয়েছে, সন্দেহভাজনদের বাদেন-উটেমবার্গ, বাভারিয়া, বার্লিন, হেসে, লোয়ার স্যাক্সনি, স্যাক্সনি এবং থুরিনজিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছে অস্ট্রিয়া ও ইতালি থেকে। প্রসিকিউটাররা বলেছেন, ২০২১ সালের নভেম্বর থেকেই তারা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তারা বিশ্বাস করেন, কেবল শক্তি প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করা যায়। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
